বিনোদন ডেস্ক
আসন্ন ফুটবল বিশ্বকাপে অভিনেত্রী, প্রযোজক অপু বিশ্বাসের সমর্থন থাকছে ব্রাজিলে। তিনি আগে থেকেই ব্রাজিল সমর্থক। বিশ্বকাপ ফুটবলে অপু বিশ্বাস কোন দল সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন ফুটবল খেলা যারা পছন্দ করেন, বোঝেন তারা অবশ্যই ব্রাজিল সমর্থন করবেন।
ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া অন্য দলগুলোর জন্য শুভকামনা জানান অপু বিশ্বাস। কথা বলেন আর্জেন্টিনার স্ট্রাইকার মেসিকে নিয়েও। সাতবার ব্যালন ডর পাওয়া মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবারের কাতার বিশ্বকাপ। অপু কি চান না এবারের ট্রফি তার হাতে উঠুক? এমন প্রশ্নে অপুর উত্তর, সবারই অবস্থান পরিবর্তন হয়। মেসি এখন যে অবস্থায় থাকুক না কেন, ভালোটা যেন তার সঙ্গে যুক্ত হয়। শেষ ভালো যার সব ভালো তার।
অপু বিশ্বাসের অনেক ভক্ত আছেন যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, পরিবারের মধ্যেও কিন্তু এমন আছে। আমার ভক্ত যারা ব্রাজিলের সমর্থক তারা আমার সঙ্গে আছেন, যারা অন্য দলের সমর্থক, তাদের সঙ্গে শুধু খেলার সময় যুদ্ধ করব।
একটি ফটোশুটে অপু আর্জেন্টিনার জার্সি পরেছিলেন এবং সেই ছবিটি এখনও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অপু জানান, সেই ছবিটি নিয়ে অনেকে ট্রল করেন এবং বলেন, আগে তো আর্জেন্টিনা সমর্থন করতেন, এখন কেন ব্রাজিল সমর্থন করছেন।