বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পর্দা উঠলো কাতার বিশ্বকাপ ২২তম আসরের

সমন্বয় ডেস্ক | Somonnoy News
  • প্রকাশ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

পর্দা উঠলো কাতার বিশ্বকাপ ২২তম আসরের


অবশেষে চার বছরের অপেক্ষার প্রহর শেষ কাতারের আল বায়ত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলোদা গ্রেটেস্ট শো অন আর্থএর ২২ তম আসরের

আরব বিশ্বে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ এশিয়ায় এটি দ্বিতীয় বিশ্বকাপ ২০০২ সালে জাপানকোরিয়া বিশ্বকাপে সিউলের উদ্ধোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো

উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চে কফি আনানের পর দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক কাতারের ফাহাদ আলকুবাইশি বিশ্বকাপের অফিশিয়াল গানড্রিমারস’– পারফর্ম করেন

৬০ হাজার আসনবিশিষ্ট আল বায়ত স্টেডিয়ামে ছড়ানো হয় আলোর রোশনাই চোখ ধাঁধানো আতশবাজির জন্য উদ্ধোধনী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাতে করা হচ্ছে

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কাতার সেটাও স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায় তাদের বিপক্ষে একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম আসর খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে ফিফা বিশ্বকাপের

অন্যদিকে আট বছর অনুপস্থিত থাকার পর বিশ্বকাপে ফিরেছে ইকুয়েডর কাগজে কলমে কাতারের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইকুয়েডর যে কারণে ম্যাচটিতে জয়ের সম্ভাবনায়ও এগিয়ে রয়েছে সফরকারীরা দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে ইকুয়েডর চতর্থ স্থান লাভ করেছিলো

স্বাগতিক হিসেবে ঘরের মাঠের বাড়তি সুবিধা পুরোপুরি কাজে লাগাতে কাতারও প্রস্তুত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পর্যন্ত কোন স্বাগতিক দল পরাজিত হয়নি ইতিহাস এদিক থেকে কিছুটা হলেও কাতারের পক্ষে রয়েছে

 

 

নিউজটি শেয়ার করুন