বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

চুলের সমস্যায় সজনে পাতা

সমন্বয় ডেস্ক | Somonnoy News
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

চুলের সমস্যায় সজনে পাতা

চুলের সব সমস্যার সমাধানে কাজ করবে সজনে পাতা। চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়াসহ নানা ধরনের সমস্যার সমাধান লুকিয়ে আছে উপকারী সজনে পাতায়। এটি রস করে, গুঁড়া করে বা বেটে ব্যবহার করতে পারেন বিভিন্ন হেয়ার প্যাকে। চুলের বৃদ্ধি বাড়াতে ও চুল ঝলমলে করতেও অতুলনীয় ভেষজটি। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন সজনে পাতা।

চুল বাড়ছে না? কিছু সজনে পাতা ভালো করে বেটে নিন। ২ চা চামচ পাতার পেস্টের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ঝলমলে চুলের জন্য:

সজনে পাতা শুকিয়ে গুঁড়া করে নিন। ভেষজের দোকানেও মিলবে এই পাতার গুঁড়া। ৩ চামচ পাতার গুঁড়া, ২ চামচ ঘি ও ১ চামচ অ্যালোভেরার জেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

চুলের রুক্ষতা দূর করতে:

সজনে পাতা গুঁড়া করে পাকা কলা ও অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে বানিয়ে নিন হেয়ার প্যাক। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

চুল পড়া কমাতে:

সজনে পাতার রস মিশিয়ে নিন নারিকেল তেলের সঙ্গে। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। পাতার রস সরাসরি মাথায় ম্যাসাজ করলেও উপকার পাবেন।

তথ্য: হিন্দুস্তান টাইমস  

নিউজটি শেয়ার করুন