বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সর্দি-কাশি থেকে সুস্থ থাকতে যেসব ফল

সমন্বয় ডেস্ক | Somonnoy News
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সর্দি-কাশি থেকে সুস্থ থাকতে যেসব ফল

টকজাতীয় কোন ফলগুলি বেশি করে খাবেন শীতকালে? ভিটামিন সি, ফাইবার ইত্যাদি প্রয়োজনীয় কিছু উপাদানের জোগান দিতে শীতকালে বেশি করে খেতে হবে টক জাতীয় ফল


ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কুল হজমের জন্য খুবই ভাল কুলে আছে ভিটামিন সি,ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম-সহ নানা প্রয়োজনীয় উপাদান এখনও বাজারে তেমন করে কুলের দেখা মেলেনি ঠান্ডা একটু জাঁকিয়ে পড়লে বাজারে মিলবে এই ফল


কমলালেবু: শীতে সুস্থ থাকতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলালেবুর জুড়ি মেলা ভার বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ কমলালেবু সর্দি-কাশি থেকে মরসুমি নানা সংক্রমণবিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে কার্যকরী হজম শক্তি বাড়াতেও এই ফলের মতো উপকারী খুব কমই রয়েছে কমলালেবুতে আছে ভিটামিন সি ক্যালশিয়াম হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে


জলপাই: শীতের মরসুমে জমিয়ে ভূরিভোজের পর শেষ পাতে একটু চাটনি না হলে চলে না আর তা যদি জলপাইয়ের হয়, তাহলে তো কথাই নেই জলপাইতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি শীতকালীন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা তাড়াতেও এই ফলের জুড়ি মেলা ভার সেই সঙ্গে বাতের ব্যথা, হাঁপানি উপশমেও জলপাই দারুণ কার্যকরী


আমলকি: চুল থেকে ত্বকযত্নে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ আমলকি সত্যিই ভীষণ কার্যকরী শীতকালে রোজের ডায়েটে একটি করে আমলকি রাখতে পারেন অনেক সমস্যার সমাধান পাবেন শীতকালে রোগবালাই লেগেই রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকির ভূমিকা গুরুত্বপূর্ণ

নিউজটি শেয়ার করুন