বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

অভিমানে ঘরছেড়ে ফিরলেন ৪৮ বছর পর

সমন্বয় ডেস্ক | Somonnoy News
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

অভিমানে ঘরছেড়ে ফিরলেন ৪৮ বছর পর


আমজাদ আলী ময়মনসিংহের তারাকান্দার বাসিন্দা ছিলেন স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে রাগ করে ৪৮ বছর আগে জন্মভিটা  ত্যাগ করে স্ত্রী-সন্তান রেখে ভারতে চলে গিয়েছিলেন তিনি

পরে বিয়ে করে স্থায়ী হন সেখানেই সেই সংসারে জন্ম নেয় এক ছেলে তিন মেয়েদেশে রেখে যাওয়া স্ত্রীর একমাত্র সন্তান সিলেটে স্থায়ী হন ৪৮ বছর পর তিনি স্ত্রীসন্তানদের খোঁজে বাংলাদেশে ফিরেছেন

নিয়ে  কথা হয় তাঁর সঙ্গে বললেন, প্রায় চার যুগ পর ছেলেকে খুঁজে পেয়েছি  সঙ্গে নাতি-নাতনিদের পেয়ে আরও ভালো লাগছে এত আনন্দ লাগছে, যা বলার মতো নয়

তিনি আরো বলেন, ভারতে থাকলেও দেশের পরিবারের জন্য মন কাঁদত জন্যই দীর্ঘদিন পর স্ত্রী-সন্তানের খোঁজে দেশে ফিরেছি

''ঠিক মনে নেই, কী নিয়ে রাগারাগি হয়েছিল এরপর ঘর ছেড়ে ছিলাম, নি:শ্বাস ফেলে বললেন আমজাদ আলী এত বছর পর তাকে পেয়ে খুশি পরিবার

নিউজটি শেয়ার করুন