আমজাদ আলী। ময়মনসিংহের তারাকান্দার বাসিন্দা ছিলেন । স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে রাগ করে ৪৮ বছর আগে জন্মভিটা ত্যাগ করে স্ত্রী-সন্তান রেখে ভারতে চলে গিয়েছিলেন তিনি।
পরে বিয়ে করে স্থায়ী হন সেখানেই। সেই সংসারে জন্ম নেয় এক ছেলে ও তিন মেয়ে।দেশে রেখে যাওয়া স্ত্রীর একমাত্র সন্তান সিলেটে স্থায়ী হন। ৪৮ বছর পর তিনি স্ত্রী–সন্তানদের খোঁজে বাংলাদেশে ফিরেছেন।
এ
নিয়ে কথা
হয় তাঁর সঙ্গে।
বললেন, প্রায় চার যুগ
পর ছেলেকে খুঁজে পেয়েছি। সঙ্গে
নাতি-নাতনিদের পেয়ে আরও ভালো
লাগছে। এত আনন্দ
লাগছে, যা বলার মতো
নয়।
তিনি আরো বলেন, ভারতে থাকলেও দেশের পরিবারের জন্য মন কাঁদত। এ জন্যই দীর্ঘদিন পর স্ত্রী-সন্তানের খোঁজে দেশে ফিরেছি।
''ঠিক
মনে নেই, কী নিয়ে
রাগারাগি হয়েছিল। এরপর
ঘর ছেড়ে ছিলাম, নি:শ্বাস ফেলে বললেন
আমজাদ আলী। এত
বছর পর তাকে পেয়ে
খুশি পরিবার।