বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মাদারীপুর জেলাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা ডিসির

মাদারীপুর প্রতিনিধি | Somonnoy News
  • প্রকাশ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মাদারীপুর জেলাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা ডিসির

 মাদারীপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশীদ খান বুধবার ( ২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঘোষণা দেন তিনি

এসময় জেলার ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিয়ে, চিকিৎসাব্যবস্থা, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক

জেলা প্রশাসক  বলেন, ‘আমার অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, তাহলে দুদক ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো জেলাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্তসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখবো দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় প্রশ্রয় দেয়া হবে না মাদারীপুর জেলাকে অন্যায় এবং দুর্নীতিমুক্ত করে ছাড়বো, ইনশা আল্লাহ

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নজরুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন প্রমুখ

নিউজটি শেয়ার করুন